দায়িত্ব গ্রহণের পর থেকেই রুয়া রাবি ও শিক্ষার্থীদের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে- প্রফেসর সালেহ হাসান নকিব
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৫ টি ই-কার উপহার দেয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রাবি এলামনাই এসোসিয়েশন (রুয়ার) সভাপতি রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে ই-কার সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘অনেক চড়াই-উৎরাইয়ের পর ভোটের মাধ্যমে নির্বাচিত একটি রুয়া আমরা পেয়েছি। আমি খুবই খুশি যে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিসিএস পরীক্ষার্থীদের জন্য সহায়তা প্রদান থেকে শুরু করে এ ধরনের পরিবহন ব্যবস্থা চালু করা— এসব উদ্যোগ তাদেরই ধারাবাহিক প্রচেষ্টার অংশ। আজকে যে ই-কার সার্ভিস চালু হলো— এটি কেবল শুরু হলো আমরা প্রত্যাশা করি আগামীতেও তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ অব্যাহত রাখবেন।’
সভাপতির বক্তব্যে রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, ‘আজকে যে ই-কারের ব্যবস্থা করা হয়েছে, এখানে ৫টি হলেও আমরা পর্যায়ক্রমে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এর পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের পরিকল্পনা আছে—গরিব-মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা যায় কি না। এ কাজটিও আমরা খুব দ্রুতই শুরু করব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য রুয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সবসময় থাকবে।’
রাবি এলামনাই এসোসিয়েশনের সেক্রেটারী প্রফেসর ড. নিজাম উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি(প্রশাসন) প্রফেসর ড. মাইন উদ্দিন, প্রো-ভিসি(শিক্ষা) প্রফেসর ড. ফরিদ উদ্দিন খান, চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও রুয়ার নির্বাহী সদস্য মু. নূরুল ইসলাম বুলবুল, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রুয়ার সহ-সভাপতি অধ্যাপিকা সাবরিনা শারমিন বনি, ট্রেজারার প্রফেসর শকিলুর রহমান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে প্রফেসর কামরুল আহসান ও প্রফেসর ড. ইসমত আরা বেগম, সাংগঠনিক সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো: কবির উদ্দিন, কল্যাণ ও উন্নয়ন সম্পাদক প্রফেসর শাহ হোসাইন আহমদ মেহেদী, যুগ্ন কল্যাণ ও উন্নয়ন সম্পাদক সাব্বির আহমেদ তাফসীর, যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক ফরহাদ আলমসহ রুয়া ও রাকসুর নির্বাচিত সদস্য, শিক্ষক ও কর্মকর্তা প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি রুট—কাজলা গেট, বিনোদপুর গেট, রহমতুন্নেসা হল, আমীর আলী হল এবং চারুকলা অনুষদ থেকে প্রশাসন ভবনের সামনে পর্যন্ত নির্ধারিত স্টপেজে মাত্র ৫ টাকা ভাড়ায় চলবে এই ই-কার সেবা।