Online Meeting on 10-01-2025, at 8 PM
সম্মানিত RUAA সদস্য, আগামী ১০ জানুয়ারি, রাত ৮ট...
More"রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন" গঠনের দীর্ঘ স্বপ্ন প্রাথমিকভাবে পূর্ণতা পায় ১৯৯৯ সালে। প্রথম এই অ্যাসোসিয়েশন গঠন প্রক্রিয়ার চিন্তা এসেছিল তৎকালীন উপাচার্য প্রফেসর সাইদুর রহমান খান এর সময়ে; প্রফেসর অরুণ কুমার বসাককে আহ্বায়ক করে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাঠামো দাঁড় করানো হয়। তারই ধারাবাহিকতায় সুদীর্ঘ দিন পরে ২০১৩ সালের ১২-১৩ এপ্রিল "প্রথম অ্যালামনাই পুনর্মিলনী" ও ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি (Executive Council) গঠিত হয়। কিন্তু দুর্ভাগ্যবশতঃ কমিটিতি আর কোনো কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারে নি। এরপরে ২০১৭ সালে ঢাকাস্থ প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একটি অনন্য উদ্যোগ গ্রহণ করে "রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষক ও ছাত্র-ছাত্রী পুনর্মিলনী" অনুষ্ঠানের আয়োজন করে এবং তাদের প্রাণপ্রিয় শিক্ষায়তন-এর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয়তা এবং গুরুত্বকে বিশেষভাবে সামনে নিয়ে আসে। কার্যকরী কমিটির নিষ্ক্রিয়তার ফলে সে কাজটি অসম্পন্নই থেকে যায়।
know more