
সকলের অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, গত ৮ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে অদ্য ৪ মে ২০২৫ তারিখ পর্যন্ত অনুমোদিত জীবন সদস্যের সংখ্যা এবং তার বিপরীতে জমাকৃত অর্থের পরিমাণে বেশ কিছু তারতম্য ঘটেছে। কিছু সদস্য আমাদের জানিয়েছেন তাদের অনলাইনে জমাকৃত অর্থ ব্যাংক থেকে ফেরত এসেছে মর্মে তারা পুনরায় অর্থ জমা দিয়েছেন। এছাড়া আমাদের নজরে এসেছে একই ব্যাংক রসিদ ব্যবহার করে একাধিক ব্যক্তি জীবন সদস্য লাভ করেছেন। যারা অনলাইনে জীবন সদস্য ফি প্রদান করেছেন তাদের নিজ নিজ ব্যাংক হিসাব চেক করে অর্থ জমার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করছি। বিশেষ করে নিম্নে সংযুক্ত রসিদের অনুরূপ যারা জমা দিয়েছেন তাদের পেমেন্ট হয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া যারা অসৎ উদ্দেশ্য নিয়ে ভুয়া রসিদ বা একই রসিদ জমা দিয়েছেন অতিসত্বর নিম্নের whatsapp নম্বরে মেসেজ পাঠিয়ে জানানোর জন্য অনুরোধ করছি। যদি কারও নিকট ভুয়া রসিদের বিষয়ে কোনো তথ্য থাকে নিম্নের নম্বরে জানানোর জন্য অনুরোধ রইলো। আমাদের একটি টিম এ বিষয়ে কাজ করছে। যদি কোনো সদস্য ইচ্ছাকৃত অসৎ উদ্দেশ্যে ভুয়া ব্যাংক রসিদ জমা দেয় বা একই রসিদ একাধিকবার ব্যবহারের প্রমাণ পাওয়া যায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধন্যবাদ
প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান
পৃষ্ঠপোষক, রুয়া
whatsapp number: 01735755571