.jpeg)
সম্মানিত এলামনাসবৃন্দ,
শুভেচ্ছা নিন। আগামী ৯ মে ২০২৫ শুক্রবার রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর রিইউনিয়ন ২০২৫ এ অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। মাননীয় উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব আজ রেজিস্ট্রেশন উদ্বোধন করেছেন। রুয়ার ওয়েবসাইটের এই লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
https://ruaa-ru.com/reunion/enlist
শুধুমাত্র রুয়ার সম্মানিত সদস্যবৃন্দই রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি ২০৫০ টাকা। সর্বোচ্চ দুজন অতিথির জন্য রেজিস্ট্রেশন করা যাবে। অতিথি প্রতি রেজিস্ট্রেশন ফি ১০২৫ টাকা। রেজিস্ট্রেশন এর শেষ তারিখ আগামী ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার।
পূর্বে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের আর রেজিস্ট্রেশন এর প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন করা আছে কিনা এই লিংকে প্রবেশ করে দেখা যাবে।
https://ruaa-ru.com/reunion/all-participants
সকলকে পবিত্র ঈদ-উল-ফেতর এর অগ্রিম শুভেচ্ছা।
ধন্যবাদ
প্রফেসর মোহাঃ ফরিদ উদ্দীন খান
আহ্বায়ক, এডহক কমিটি
রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন