Blog

৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত RUAA এজিএম ২০২৫ মিটিং রেজুলেশন

৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত RUAA এজিএম ২০২৫ মিটিং রেজুলেশন ॥

—————————-

গত ৭ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (RUAA) এর বার্ষিক সাধারণ সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় l সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক মোহা: ফরিদ উদ্দীন খান, আহ্বায়ক, প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন এবং RUAA এর সাবেক সভাপতি অধ্যাপক নুরুল হোসেন চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন মোঃ আইয়ুব আলী খান, সদস্য সচিব, এজিএম ২০২৫ বাস্তবায়ন কমিটি।

সকাল ১০:০০ টায় অনুষ্ঠান শুরু হয়। কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, RUAA’র পতাকা উত্তোলন করেন অধ্যাপক মোহাঃ ফরিদ উদ্দীন খান, আহ্বায়ক, এজিএম ২০২৫ বাস্তবায়ন কমিটি।

খসড়া গঠনতন্ত্র ২০২৫ নিয়ে সূচনা  বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি জনাব হাফিজুর রহমান খান। 

খসড়া গঠনতন্ত্র উপস্থাপনা করেন প্রফেসর এম রফিকুল ইসলাম, আহ্বায়ক, খসড়া গঠনতন্ত্র উপ- কমিটি ২০২৫।

RUAA’র বিগত সময়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন মোঃ আইয়ুব আলী খান, সদস‍্য সচিব -RUAA

RUAA’র বিগত সময়ের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন প্রফেসর রুকসানা বেগম, সাবেক কোষাধ্যক্ষ, RUAA.

 

এজেন্ডা ঃ

১. খসড়া গঠনতন্ত্র উপস্থাপনা, আলোচনা এবং অনুমোদন।

২. আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন

৩. বিবিধ আলোচনা।

 

গৃহীত সিদ্ধান্তসমূহ ঃ

১. বার্ষিক সাধারণ সভায় RUAA - র প্রস্তাবিত গঠনতন্ত্র নিম্নলিখিত সংশোধনসহ অনুমোদিত হলো 

ক‍্) ৫১ সদস্য কমিটি সরাসরি পদ অনুযায়ী স্বতন্ত্র ভাবে নির্বাচিত হবে । নির্বাচনে কোন প্যানেল দেয়া যাবে না ।

খ) কমিটিতে আইন সম্পাদক ও যুগ্ম আইন সম্পাদক পদ অন্তর্ভুক্ত হবে ।

গ) ন্যূনতম ৭ জন মহিলা কমিটিতে সরাসরি সবার ভোটে নির্বাচিত হবে, তন্মধ্যে ১ জন সহসভাপতি ও ১ জন যুগ্ম সম্পাদক পদ সংরক্ষিত রেখে কমিটিতে অন্তর্ভুক্ত হবে ।

ঘ)  'অ্যালামনাই' অর্থ ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ইনস্টিটিউটের সংশ্লিষ্টতার মাধ্যমে ন্যূনতম স্নাতক সার্টিফিকেট অর্জনকারী এবং মাস্টার্স/এমফিল/ পিএইচ.ডি অর্জন করেছেন এমন যে কেউ এর আওতাভুক্ত হবে।

ঙ) নির্বাচন ও ভোটাধিকার ঃ শুধু জীবন সদস্যরা  নির্বাচনে পদপ্রার্থী, কমিটিতে অন্তর্ভুক্ত হবে ও ভোটাধিকার প্রদান করবে।

২. আগামী ৯০ দিনের মধ্যে RUAA- র সরাসরি নির্বাচনের মাধ্যমে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে l

৩. নির্বাচন কমিশন ঃ  অধ্যাপক নুরুল হোসেন চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয় । এই কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে।

৪. RUAA’র এজিএম ২০২৫ বাস্তবায়ন কমিটিকে RUAA’র অন্তর্বর্তীকালীন এডহক কমিটির দায়িত্ব পালনের প্রস্তাব কন্ঠভোটে অনুমোদিত হয় l তবে শর্ত থাকে যে আসন্ন RUAA-র কার্যনির্বাহী কমিটি গঠনের নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা বা অংশগ্রহণ করতে আগ্রহী তাদের এই আহ্বায়ক কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। এই কমিটি প্রয়োজনে বাস্তবায়ন কমিটির উপ-কমিটির আহ্বায়কসহ নতুন সদস্য co-opt করতে পারবে।

৫. সভায় RUAA'র আয় ও ব্যয় উপস্থাপন করা হয় এবং সর্বসম্মতভাবে গৃহীত হয় ।

৬. নির্বাচন ও রিইউনিয়ন একই সময়ে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

৭. রিইউনিয়নের জন্য পূর্বে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে পরবর্তী রিইউনিয়নের জন্য  কোন রেজিস্ট্রেশন করতে হবে না ।

৮. জীবন সদস‍্য হওয়ার রেজিস্ট্রেশন একটি চলমান কার্যক্রম।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'অ্যালামনাইরা যে কোন সময় জীবন সদস‍্য হতে পারবে ।

৯. নির্বাচনের প্রার্থী বা ভোটার হতে হলে নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত তারিখের মধ্যে অবশ্যই জীবন সদস‍্য হতে হবে।

১০. গত ২৫ ও ২৬ এপ্রিল -২০২৪ RUAA ঘোষিত নির্বাচনে যারা প্রার্থী হওয়ার জন্য নমিনেশন ফি জমা দিয়েছিল তাদের নমিনেশন ফি/ব্যাংক ড্রাফট ফেরত দেবার সিদ্ধান্ত হয়েছে।

১১. RUAA'র ব্যাংক হিসাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুজন উপ-উপাচার্যের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ।

সর্বশেষে, সভাপতি এজিএম এ অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে ৪:৩০ মি. নির্ধারিত সময়ের

প্রায় ১৫ মিনিট পূর্বে অনুষ্ঠান সমাপ্তি করায় আয়োজক কমিটিকে  ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয় ।

 

শুভেচ্ছান্তে,

 

 

সভাপতি,

উপ-উপাচার্য

অধ্যাপক মোঃ ফরিদ উদ্দীন খান

আহ্বায়ক, RUAA এজিএম বাস্তবায়ন কমিটি ২০২৫

Share: