7 February 2025 RUAA AGM এ সর্বসম্মতিতে গঠনতন্ত্র পাশ হয় ।
৭ ফেব্রুয়ারি ২০২৫ RUAA AGM সকাল ১০:০০ টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি ঃ
মাননীয় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
বিশেষ অতিথি ঃ
উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন
সভাপতিত্ব করেন ঃ
আহ্বায়ক ও উপ-উপাচার্য
প্রফেসর মোহাঃ ফরিদ উদ্দীন খান
এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ঃ
সদস্য সচিব আইযুব আলী খান,
RUAA এজিএম ২০২৫ বাস্তবায়ন কমিটি ।