Blog

RUAA জীবন সদস‍্য মিটিং আপডেট ২৫।১২।২০২৪

সম্মানিত RUAA সদস্য, 

অদ‍্য ২৫ ডিসেম্বর ২০২৪ , রাত ৮টায় RUAA"র  জীবন সদস্যদের নিয়ে এক অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়, উক্ত মিটিং এ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. সালেহ হাসান নকীব উপস্থিত হয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন এবং অংশগ্রহণকারী সকলের সম্মতিক্রমে 

নিম্নলিখিত প্রস্তাব গ্রহণ করা হয়েছে ঃ 

১) আগামী ৩১ জানুয়ারি ২০২৫ এ RUAA এজিএম রাবিতে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয় ।

২) আগামী ৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত যারা  জীবন সদস‍্য পদ  গ্রহন করবেন তারা এজিএম এ অংশগ্রহণ করতে পারিবে ।

৩) ২১ সদস‍্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করার প্রস্তাব গৃহীত হয় এবং 

প্রস্তাবিত কমিটির আংশিক সদস‍্যদের নাম  প্রস্তাব গৃহীত হয় ঃ 

  • আহ্বায়ক ঃপ্রফেসর ফরিদ উদ্দিন খান - প্রোঃভিসি-২
  • সদস‍্য সচিব ঃ মোঃ আইয়ুব আলী খান  
  • সদস‍্য ঃ ড. নুরুল হোসাইন চৌধুরী 
  • সদস‍্য ঃপ্রফেসর সাইদুর রহমান
  • সদস‍্য ঃ ড. রেজাউর রহিম 
  • সদস‍্য ঃপ্রফেসর সাহেদ জামান
  • সদস্য ঃপ্রফেসর আনায়ারুল কবির রুবেল 
  • সদস্য ঃপ্রফেসর ইফতিখারুল আলম মাসউদ

৪)  অবশিষ্ট  ১৩ জন সদস‍্য  এবং বিভিন্ন সাব কমিটি সদস্যদের নাম আগামী  ২৭ ডিসেম্বরের মধ‍্যে মাননীয় উপাচার্যের নিকট প্রস্তাব জমা,

এবং 

৩ জানুয়ারি ২০২৫ সালে অনলাইন মিটিংয়ের মাধ্যমে  সদস্যদের মতামতের ভিত্তিতে অহ্বায়ক  কমিটি ও সাব কমিটি অনুমোদন করা হবে ।

৫) আগামী ৩ জানুয়ারি ২০২৫ , শুক্রবার রাত ৮ টায়  অনলাইন মিটিং এ সকল জীবন  সদস‍্যদের কে  অংশগ্রহণের অনুরোধ করা হচ্ছে ।

৬)  আগামী  ২৭ ডিসেম্বর ২০২৪ শুক্রবার আহ্বায়ক কমিটির অবশিষ্ট ১৩ জন সদস‍্য ও বিভিন্ন  সাব কমিটির সদস্যদের নাম চুড়ান্ত করার জন‍্য  জরুরী মিটিং বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে ,

স্থান ঃ 87,, Paltan Tower, 2nd floor , Room 207, Culvhart Road , Old Paltan.

 সকল জীবন সদস‍্যকে মিটিং এ অংশগ্রহণ করে সদস‍্যদের নাম প্রস্তাব করার অনুরোধ করছি ।

Share: